চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বঙ্গোপসাগরে ফিশিং বোটডু্বি, নিখোঁজ ৫ জেলে

আনোয়ারা সংবাদদাতা

৫ এপ্রিল, ২০২০ | ৬:০৩ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে একসঙ্গে চারটি মাছ ধরার ফিশিং বোট ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে পাঁচ জেলে। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাতে সেন্টমার্টিনের পশ্চিমে এই ঘটনা ঘটে।

নিখোঁজদের স্বজনরা জানায়, গত ৩০ মার্চ আনোয়ারা উপকূল রায়পুর ইউনিয়নের গহিরা থেকে চারটি ফিশিং বোট করে ৪৮ মাঝিমল্লা সাগরে মাছ ধরতে যায়। রাতে হঠাৎ ঝড়ো হাওয়ায় বাতাসের গতিবেগ বেড়ে গিয়ে সাগর উত্তাল হয়ে ওঠে। এ সময় তীরে ফিরে আসার পথে চারটি ফিশিং বোট সাগরে ডুবে যায়। এতে পাঁচজন নিখোঁজ হন। বাকিরা ফিশিং বোট উঠতে সক্ষম হয়।

বোট মালিক সমিতির সহ-সভাপতি গিয়াস উদ্দীন জানান, নাসির মাঝির চালিত বোটের তিনজন নিখোঁজ হলেও তাদের নাম পাওয়া যায়নি। ডুবে যাওয়া ফিশিং বোটের মালিকরা হলেন- উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকার মো. জাহাঙ্গীর আলম, মো. এনাম, মো. ওসমান ও পূর্ব গহিরা এলাকার মো. মোনাফ।

নিখোঁজ ফ্রিশিং বোট মালিক জাহাঙ্গীর আলম জানান, গত ৩০ মার্চ সাগরে মাছ ধরতে গেলে হঠাৎ ঝড়ো হাওয়ায় কবলে পড়ে চারটি ফিশিং বোট ডুবে যায়। এতে তার দুই মাঝি নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সাগরে ফিশিং বোটডু্বির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এই ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি-আনোয়ার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট