চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পথচারীসহ আট দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লামা সংবাদদাতা

৪ এপ্রিল, ২০২০ | ১১:০৭ অপরাহ্ণ

বান্দরবানের লামায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) লামা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সুবল চাকমা। এ সময় বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না টাঙ্গানো, পণ্যের দাম বৃদ্ধিসহ করােনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় না রেখে মালামাল বিক্রির দায়ে আট দোকান এবং একটি ট্রাক গাড়িতে যাত্রী নেয়া ও তিন পথচারীকে সর্বমোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানসহ পুলিশ সদস্য, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যজিস্ট্রেট, সুবল চাকমা করোনাভাইরাস সংক্রমণের আশংকায় সরকার ঘোষিত সারা দেশব্যাপী হোম কোয়ারেন্টাইন ও লকডাউন কার্যক্রমে জনসমাগম ও সামাজিক দুরুত্ব মেনে চলার পরামর্শ প্রদান করেন।
পূর্বকোণ/রফিক-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট