চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাসা থেকে রোগীর ফোন, হাসপাতালে পৌঁছে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

৪ এপ্রিল, ২০২০ | ৮:৪৩ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে অঘোষিত লকডাউন চলছে। এমন সময়ে এবার ফোন পেয়ে রোগীকে বাসা থেকে মেডিকেল পৌঁছে দিয়েছে বাকলিয়া থানা পুলিশ। এই সময়ে ব্যতিক্রম সব মানবিক কাজ করে দেশজুড়ে আলোচনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

ইতিপূর্বে নিজ উদ্যোগে নিম্ন আয়ের মানুষের কাছে ত্রাণ পৌঁছানো । ডাক্তারদের কর্মস্থলে পৌঁছানো । মধ্যবিত্তদের নীরবে বাসায় খাদ্য পৌঁছানোর মতো কাজ করে অনুকরণীয় আদর্শ হয়ে উঠছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন পূর্বকোণকে বলেন, বিকেলে ফোনে কালামিয়া বাজার এলাকা থেকে একজন ফোন করে জানালেন- তার নবজাতক ও  নবজাতকের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাদের  জরুরি ডাক্তারের কাছে নেয়া প্রয়োজন  কিন্তু কোন গাড়ি না পেয়ে অসহায় হয়ে থানার নাম্বার নিয়ে কল করেছি । যদি  মেডিকেল যাওয়ার জন্য একটু সহযোগিতা করেন।  তখন আমি নিজেই আমার সরকারি গাড়ি দিয়েই তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিই। পরে চিকিৎসা শেষে তাদের বাসায়ও পৌঁছিয়ে দিই।

তাদের নাম-পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আসলে সেবার মানসিকতা নিয়ে কাজ করেছি তাই নাম জানার প্রয়োজন মনে করিনি।

 

 

 

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট