চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

৪ এপ্রিল, ২০২০ | ৩:০৯ পূর্বাহ্ণ

  • জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন
  • নগরীর দামপাড়ার এ বাসিন্দা
  • অসুস্থ ব্যক্তির মেয়ে ও তার স্বামী
  • সম্প্রতি সৌদি আরব থেকে ওমরা পালন করে দেশে এসেছেন

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার সীতাকু-ের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার বয়স ৬৭ বছর।
বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩২ জনের কোভিড-১৯ সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এতে ৩১ জনের শরীরের এ ভাইরাসের উপস্থিত পাওয়া যায়নি। তবে ওই ব্যক্তির শরীরের সংক্রমণ অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।’
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্ত হওয়া ওই ব্যক্তির মেয়ে ও তার স্বামী সম্প্রতি সৌদি আরব থেকে ওমরা পালন করে দেশে এসেছেন। গত কয়েকদিন থেকে তিনি জ¦র, সর্দি ও হাঁপানিসহ নানান রোগে ভুগছিলেন। পরে নগরীর বেসরকারি ন্যাশনাল ও পার্কভিউ হাসপাতালে চিকিৎসা নেন। এরমধ্যে গত বৃহস্পতিবার এক মেডিসিন বিশেষজ্ঞের পরার্মশে তিনি জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার সকালে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেন বিআইটিআইডি হাসপাতালের একটি চিকিৎসক টিম। বিকেলে ওই ব্যক্তি রিপোর্ট নিয়ে চিকিৎসকদের সন্দেহ হলে পুনরায় তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাকে চূড়ান্ত রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়।
স্বাস্থ্য দপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর পূর্বকোণকে বলেন, ‘আক্রান্ত ব্যক্তি যেসকল স্থানে গিয়েছেন, বিশেষ করে যাদের সাথে সংস্পর্শে এসেছেন। তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া বেসরকারি দু’টি হাসপাতালের সিসিটিভির ফুটেজ সংগ্রহের কাজ চলছে। তার আত্মীয় স্বজনসহ পরিবারের অন্য সদস্যদের বিষয়েও কোয়ারেন্টিান নিশ্চিত করা হবে।’
এদিকে, চট্টগ্রামের সকল মানুষকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়ে স্বাস্থ্য দপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর পূর্বকোণকে বলেন, ‘যেহেতু চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাই এ মুহূর্তে সকলকে সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে কেউ ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেন তিনি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট