চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু
উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু

খাগড়াছড়িতে জিপ উল্টে ১৭ পুলিশ সদস্য আহত

অনলাইন ডেস্ক

৩ এপ্রিল, ২০২০ | ১০:৫৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে জিপ উল্টে ১৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৪ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আলুটিলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে ।

গুরুতর আহত ৫ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্য দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, রাতে আলুটিলায় নিরাপত্তা টহল দিয়ে একটি পিকআপভ্যানে করে পুলিশ সদস্যরা ব্যারাকে ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে পুনর্বাসন এলাকায় সেটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা সবাই আহত হয়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় চারজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চত করেছে খাগড়াছড়ির সদর থানা ওসি আব্দুর রশিদ জানান, চালক নিয়ন্ত্রণ হারানোয় কারণে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার আব্দুল আজিজ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট