চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সুবিধাবঞ্চিতদের খাবার দিল দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশন

বিজ্ঞপ্তি

২ এপ্রিল, ২০২০ | ৮:৫৪ অপরাহ্ণ

করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউনের কারণে অনাহারে আছে নগরীর ফুটপাতে ভিক্ষুক ও ছিন্নমূল মানুষ।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নগরীর বায়োজিদ থেকে শেরশাহ্ পযর্ন্ত এরকম দুই শতাধিক মানুষকে খাবার বিতরণ করেছে দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

এ বিষয়ে দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা সোহরাব হোছাইন মোহাম্মদ সোহেল বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের এই দুঃসময়ে প্রত্যেক মানুষের সামর্থ্য অনুযায়ী অসহায় ও নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

তিনি আরো বলেন, এসব মানুষের পাশে না দাঁড়ালে করোনার চেয়েও মানুষ অনাহারে বেশি মারা যাবে। খেতে না পেলে সমাজে অপরাধ বাড়তে পারে। খাবার বিতরণে অংশ নেন দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাইয়ুম ইসলাম, নাজমুল হাসান শান্ত, আবু কাউছার, স্বেচ্ছাসেবক নোমান মীর, মো. রাশেদুল ইসলাম, মো. রণি প্রমুখ।

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট