চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জ্বর-কাশি নিয়ে আইসোলেশনে থাকা কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১ এপ্রিল, ২০২০ | ৮:৪২ অপরাহ্ণ

নগরীর জেনারেল হাসপাতালে জ্বর-কাশি নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া কক্সবাজারের এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এই মাদ্রাসা শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ বলেন, ছেলেটির দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল কি না তা পরীক্ষার জন্য ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে কর্মীরা এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। ছেলেটি জ্বর ও কাশি নিয়ে কিছুদিন আগে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানে পরীক্ষায় তার নিউমোনিয়া পাওয়া যায়।”

এরপর উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার ওই কিশোরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগ থেকেই তাকে পাঠিয়ে দেওয়া হয় জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। তার নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল কি না।’

 

 

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট