চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দু’শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বিজ্ঞপ্তি

১ এপ্রিল, ২০২০ | ৫:০৭ অপরাহ্ণ

ক্লিন বাংলাদেশ ও হাজী আনু মিয়া ডিলার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ বুধবার (১ এপ্রিল) বিকাল ৩টায় পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হতদরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও হাজী আনু মিয়া ডিলার ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ রহিম উপস্থিত ছিলেন।

তিনি করোনায় অঘোষিত লকডাউনে সমাজের বিত্তবানদের নিন্ম আয়ের মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘এই করোনাভাইরাস থেকে বাঁচতে হলে হাত ধোঁয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা খুব দরকার।’ নিন্ম আয়ের মানুষের কথা মাথায় রেখে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি পিয়াজ ও নগদ এক হাজার টাকা দেয়া হয়

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নাছির আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খলিল আহমদ, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার, সহ সভাপতি হাজি ওসমান গনি, তপন চৌধুরী, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মাহাবুবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেলাল, ক্লিন বাংলাদেশ সদস্যদের মধ্যে মনিটরিং লিডার মোবারক হোসেন রনি, এমরান আহমেদ তামিম ,মোহাম্মদ মুনতাসির, মোহাম্মদ আরাফাত হোসেন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন মধু, নজরুল ইসলাম, হাশেম আক্তারী, মো. সেলিম, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ অহিদ, পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বি, মোহাম্মদ পিয়েলসহ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট