চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনায় মৃতের দাফন ও সৎকারের দায়িত্ব চসিক ও ইফা’র

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২০ | ১০:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, করোনা সন্দেহে চট্টগ্রামে কেউ মারা গেলে দাফন ও সৎকারের দায়িত্ব নিবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং ইসলামিক ফাউন্ডেশনের (ইফা)।
রবিবার দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।এতে চট্টগ্রামে করোনা পরিস্থিতি এবং পরবর্তী করণীয় ঠিক করা হয়।
সিভিল সার্জন জানান, করোনাভাইরাসে আক্রান্ত কিংবা সন্দেহভাজন কারো মৃত্যু হলে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত নিয়মানুযায়ী দাফন বা দাহ করার সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রামে সিটি করপোরেশন দাফন বা দাহ করার দায়িত্ব পালন করবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনকে বলা হয়েছে লোক তৈরি রাখার জন্য।
প্রসঙ্গতঃ নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিননগরের খালি জায়গায় করোনা আক্রান্ত মরদেহ দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া অন্য ধর্মাবলম্বীদের বিষয়ে সিটি করপোরেশন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট