চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আগুনে পুড়ে গেছে মুরগির খামার 

বাঁশখালী সংবাদদাতা

৩১ মার্চ, ২০২০ | ৮:৩১ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল গ্রামে একটি মুরগির খামারে সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে অগ্নিকাণ্ডে একটি পোল্টি ফার্ম পুড়ে গেছে। এতে ২ হাজার মুরগি পুড়ে ১০-১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা জের ধরে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটিয়েছে।

জানা যায়, উপজেলার চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল জিন্নাত আলী তালুকদার পাড়া এলাকার মরহুম আব্দুর রহিমের স্ত্রী শানে আরা বেগমের মালিকানাধীন মুরগির খামারে মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা অনেক চেষ্টা করে আগুন নিভাতে ব্যর্থ হয়। আগুনে পুড়ে মুরগি শেডের ২ হাজার পোল্টি মুরগি মারা যায়।

মুরগির খামারের মালিক মরহুম আব্দুর রহিমের ছোট ভাই নুরুল আলম জানান, তার ভাবী শানে আরা বেগম মুরগি খামারটি দেখভাল করতেন। ধারণা করা হচ্ছে শত্রুতামূলক অগ্নিসংযোগ করে। এতে অন্তত ১০-১২ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট