চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাউজানে আগুনে পুড়ল ২১ বসতঘর

রাউজান সংবাদদাতা

৩১ মার্চ, ২০২০ | ১২:১০ অপরাহ্ণ

রাউজানের ১১নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের গুলজার পাড়ায় আগুনে ২১ বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কমপক্ষে কোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা ধারণা করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সকালে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় তরুন সমাজসেবক আনোয়ার হোসেনসহ প্রতিবেশীরা জানান, ভোর ৫টার দিকে ১ নম্বর ওয়ার্ডের গুলজার পাড়ার মো. ফোরকানের ঘর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দ্রত ছড়িয়ে পড়ায় একে একে পাড়ার ২১টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

সংবাদ পেয়ে রাউজান ও হাটহাজারী ফায়ার স্টেশন এন্ড সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে ৬টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। দীর্ঘ একঘন্টা চেষ্ঠা চালানোর পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে।’

আগুনে পুড়ে যাওয়ার ২১ ঘরের মধ্যে কয়েকজন হলেন, বদিউল আলম, ইমতিয়াজ, জামাল কন্ট্রাক্টর, আবুল কালাম, মোহাম্মদ আলী, টুনু মাঝি, বেলাল, আলী আহমদ, নুরুল আলম, বাচা মিয়া, বাহাদুর, মো. হাছান, মো. সেলিম। ক্ষতিগ্রস্থদের বেশকিছু পরিবারের নগদ কয়েক লাখ টাকা। পুড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

রাউজান ফায়ার স্টেশন এন্ড ডিফেন্স সার্ভিসের ইনজার্চ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ‘পৌনে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। ক্ষয়ক্ষতির বিষয়টি নিরুপণ করে বলা যাবে।’

এদিকে এলাকার লোকজন জানিয়েছেন আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিদের অনেকেই অসহায়, দিনমজুর। করোনা পরিস্থিতির মধ্যে আগুনে বসতঘর পুড়ে যাওয়ায় তারা আরো অসহায় পড়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট