চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনাভাইরাস : চট্টগ্রামের অন্য ৭ জনের পরীক্ষার ফলাফলও নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২০ | ১১:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামে গত তিন দিনে ১৫ জনের নমুনা পরীক্ষা করা কারো দেহে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজের (বিআইটিআইডি) পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী আজ শনিবার (২৮ মার্চ) এ তথ্য জানান।

তিনি বলেন, এর আগে আটজনের নমুনায় করোনার অস্তিত্ব মেলেনি। পরবর্তীতে করা আরও সাতজনের দেহের রক্তের নমুনার পরীক্ষা করা হয়। তাদের ফলওনেগেটিভ এসেছে।

ঢাকায় আইইডিসিআর’র বাইরে আরও যে স্থানে এখন সন্দেহভাজন কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে চট্টগ্রামের বিআইটিআইডি একটি। এদিকে, জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া জানিয়েছেন, চট্টগ্রামের হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা শনিবার কমে ৯৪৭ জনে নেমে এসেছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট