চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বন্ধ নেই ভান্ডালজুড়ি ওয়াসা প্রকল্পের কাজ, করোনা ঝুঁকিতে শ্রমিক!

বোয়ালখালী সংবাদদাতা

২৮ মার্চ, ২০২০ | ১২:৫৫ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সারাদেশে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ হলেও বন্ধ নেই বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পের কাজ। এ প্রকল্পে বর্তমানে দেশী বিদেশীসহ প্রায় আড়াইশ শ্রমিক কাজ করছে। এদের জন্য নেয়া হয়নি করোনাভাইরাস মোকাবেলায় আলাদা কোনো ব্যবস্থা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, পানি প্রকল্পের কাজে শতশত শ্রমিক কাজ করছেন। তারা প্রতিদিনের মতো কাজের নিরাপত্তা পোষাক পড়লেও করোনা মোকাবেলায় নেই বাড়তি কোনো ব্যবস্থা।

খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিকের প্রায় ৯০ভাগ নোয়াখালী, ফেনী, ভোলা, ময়মনসিংহ, বগুড়াসহ উত্তরাঞ্চলের। এরা কিছু আসলে আবার কিছু চলে যায়। এমন পরিস্থিতিতে তাদেরও দেয়া হয়নি করোনা মোকাবেলায় কোনো সুনির্দিষ্ট ব্রিফিং এমনটিই জানালো নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক।

দেখা গেছে পানি সরবরাহ প্রকল্পে কাজ করছেন একাধিক চীনা কর্মকর্তা। তাদেরও নেই তেমন করোনা মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা।

স্থানীয় ইমরান হোসেন রাসেল বলেন, কাজ চলতেছে সেটি কোম্পানির বিষয়। তাতে জ্যৈষ্ঠপুরাসহ আমাদের এলাকা করোনা ঝুঁকিতে। এ দায়িত্ব কে নেবে? এত বড় কোম্পানি এ বিষয়টি দেখার দরকার ছিল।

জানতে চাইলে ঠিকাদার সাইট অফিসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ শরিফ জানান, শ্রমিকরা কাজ করছে। কোম্পানি কোনো সিদ্ধান্ত দেয়নি। নিরাপত্তার ব্যাপারে তিনি জানান, প্রতিদিনের মতো মাস্ক, নিরাপত্তা পোষাক, হেলমেট আছে, বাড়তি কোনো কিছু করা হয়নি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট