চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কর্মহীন নিম্নআয়ী মানুষের পাশে `অনেস্ট’

পূর্বকোণ ডেস্ক

২৬ মার্চ, ২০২০ | ৮:৪৯ অপরাহ্ণ

কর্মহীন নিম্ন আয়ের মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন অনেস্ট। সংগঠনটির কর্ণধার কথাসাহিত্যিক বাদল সৈয়দ আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) তার ফেসবুক পেজে এ সংক্রান্ত স্ট্যাটাস দেন। পূর্বকোণের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

“পারা যায়? একটা কাজ করা যায়? ব্যাপারটা আমাদের খুব ভাবাচ্ছে।

অনেস্ট থেকে আমরা অতি বিপন্নদের খাদ্যপণ্য দিচ্ছিলাম।

স্বাভাবিকভাবেই লক ডাউনের প্রেক্ষিতে এদের আমাদের কাছে আসতে সমস্যা হবে। (জাতীয় স্বার্থে এ লক ডাউন দরকার ছিলো।)

এখন পর্যন্ত দুজনের খবর জানলাম, যাদের মধ্যে একজন কাল থেকে না খেয়ে আছে, আরেকজন বৃদ্ধ দাদিসহ রুটি আর আচার খেয়ে টিকে আছে।

এদের ব্যবস্থা আপাতত হয়েছে। কিন্তু সবার খবর আমরা পাচ্ছি না।

তাই বিনীতভাবে প্রস্তাব দিচ্ছি, আপনার আশেপাশে যদি এরকম কেউ থাকে তবে তাকে কি দরকারি খাদ্যপণ্য (৫০০ থেকে ৮০০ টাকা)

কিনে দিয়ে আমাদের জানানো যায়? বা টাকাও দিতে পারেন।

তাহলে টাকাটা আমরা আপনাকে পাঠিয়ে দেবো।

শুধু টাকাকাকে দিচ্ছেন তার পরিচয় ও একটি ছবি তুলে আমাদের ইনবক্স করবেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ওনার খোঁজ নেবো।”

#আসুনমায়াছড়াই।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট