চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা প্রতিরোধ: কক্সবাজারের পথে পথে সেনা

কক্সবাজার সংবাদদাতা

২৬ মার্চ, ২০২০ | ৪:৫২ অপরাহ্ণ

করোনা ভাইরাসজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারে স্থানীয় প্রশাসনের সাথে সহযোগীতায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা।আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত রামু সেনানিবাস ১৪ বীরের টুআইসি মেজর আরিফ এবং জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সারের যৌথ নেতৃত্বে সেনাবাহিনীর একাধিক গাড়ি শহরের প্রধান সড়কসহ প্রতিটি এলাকাতে টহল দেয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের এমন প্রচারণা বেশ চোখে পড়েছে। সাড়া দিয়েছে সাধারণ মানুষ। সেনা বাহিনীর গাড়িতে টাঙানো ব্যানারে লেখা- ‘আপনার সুস্থতাই আমাদের কাম্য।’ যাদের খুব একটা প্রয়োজন নেই তারা রাস্তাঘাটে ঘুরাফেরা করেনি। প্রয়োজনীয় কাজ সেরে নিরাপদ গন্তব্যে চলে গেছে। অনেকে সেনাবাহিনী মাঠে দেখে দৌঁড়াতে দেখা যায়। শহরের কলাতলী, হোটেল মোটেল জোন, হলিডে মোড, লালদীঘিরপাড়, ভোলাবাবুর পেট্টোল পাম্প, বড়বাজার, বাজারঘাটা, কালুরদোকান, রুমালিয়ারছরা ও কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালায় সেবা বাহিনীর সদস্যরা।

এদিকে, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে কক্সবাজার শহরজুড়ে অভিযানকালে সামান্যসংখ্যক প্রাইভেট যানবাহন চলাচল করলেও তা নিয়ন্ত্রিত। টমটম, ইজিবাইক, সিএনজি অতীতের মতো সড়কে তেমন একটা দেখা যায় নি। হাসপাতাল, ফার্মেসী ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ। চিরচেনা ব্যস্ততার নগরী এখন অনেকটা স্তব্ধ। জনশূণ্য সাগরতীর। সেনাবাহিনীর সচেতনাতমূলক প্রচারণায় বলা হয়, ‘আসসালামু আলাইকুম। এলাকাবাসী, আপনারা ঘরে থাকুন। নিরাপদে থাকুন। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। যারা অপ্রয়োজনে রাস্তাঘাটে ঘুরছেন তারা দ্রুত ঘরে ফিরে যান। দ্রুত কাজ সেরে ফেলুন। কোথাও জড়ো হয়ে থাকবেন না। মহামারি করোনা ভাইরাস থেকে নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সহায়তা করুন।’

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট