চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে প্রবাসির ঘুরাফেরা, জরিমানা ও কোয়ারেন্টাইন ঘোষণা

কক্সবাজার সংবাদদাতা

২৬ মার্চ, ২০২০ | ৪:০২ অপরাহ্ণ

কক্সবাজার সদরের ঈদগাঁহতে অবশেষে সদ্য বিদেশফেরত প্রবাসিদের ঘরে ঘরে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। অভিযানে নগদ জরিমানা আদায় ও ঘর কোয়ারেন্টাইন ঘোঘণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ঈদগাঁহ ইউনিয়নে দক্ষিণ মাইজপাড়া থেকে অভিযান শুরু হয়। অভিযানে সৌদি ফেরত আলী আকবর কোয়ারেন্টাইন না মেনে ঘরের বাইরে ঘুরাফেরার দায়ে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত আবদুল গণির ছেলে। একই সাথে আলী আকবরের ঘরকে ১০ দিনের জন্য (৫ এপ্রিল পর্যন্ত) কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে।

এছাড়া প্রতিবেশী মৃত মোস্তাক আহমদের ছেলে প্রবাস ফেরত শিমুলের বসতবাড়িও আগামী ৫ এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টাইন ঘোষণা করে লকডাউন করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদউল্লাহ মারুফ। এসময় সাথে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট