চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে চসিক
করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে চসিক

করোনাভাইরাস

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে চসিক

২৪ মার্চ, ২০২০ | ৬:২০ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা চালিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল সোমবার দুপুর থেকে টাইগারপাস্থ চসিক নগর ভবন থেকে এই প্রচারণা শুরু করেন সিটি মেয়র। এরপর নগরীর ইস্পাহানী মোড়, লালখান বাজার, ওয়াসার মোড়, জিইসি মোড়, দুই নম্বর গেইট, ষোলশহর রেল স্টেশন মোড়, মুরাদপুর, বহদ্দার হাট, চকবাজার, আন্দরকিল্লা, চেরাগীপাহাড়, জামালখান, কাজীর দেউরীসহ  বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা ঘুরে ঘুরে মাইকিংয়ের মাধ্যমে এ প্রচারণা চালান মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন ।  এ সময় কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মেয়রের সাথে ছিলেন। মেয়র বলেন, বিশেষজ্ঞদের পরামর্শমতে বিদেশ ফেরত ব্যক্তিদের অন্তত ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে (সঙ্গনিরোধ) থাকা জরুরি। এতে করে পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীরা এই ভাইরাস সংক্রমণ হতে রক্ষা পাবে। ভাইরাস থেকে সুরক্ষায় অপ্রয়োজনে জনসমাগম এড়িয়ে নিজের বাসায় অবস্থান করুন। অহেতুক বাইরে ঘোরাঘুরি থেকে বিরত থাকুন। এ সময় তিনি করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢালাওভাবে অপ -প্রচার প্রচারণা চালিয়ে তথ্য বিভ্রান্তি সৃষ্টি না করার অনুরোধ মেয়রের। তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া প্রতিটি ওয়ার্ড মেডিকেল সেন্টারে নিয়োজিত ডাক্তারদেরকে এই সংক্রান্তে নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে চসিক করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে। এই প্রসেঙ্গ তিনি আরো বলেন করোনা ভাইরাস একটি ছোঁয়াচে রোগ। এ রোগ পরস্পর পরস্পরের মধ্যে ছড়ায়। তাই এধরণের রোগী থাকলে জরুরি ভিত্তিতে আমাদেরকে সংবাদ দিন। আমরাই তাকে পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তুলবো। করোনা ভাইরাসে  মেয়র আক্রান্তদের  চিকিৎসার ব্যয়ভার চসিক বহন করবে বলে ঘোষণা দেন। তিনি বলেন সঠিকভাবে পরিচর্যা করা গেলে এ ধরনের রোগী সুস্থ হয়ে উঠে। আতঙ্ক হওয়ার কিছু নেই,সচেতনতাই এর উত্তম পন্থা। প্রচারকালে মোড়ে মোড়ে সিটি মেয়র জনসাধারণের নিকট সচেতনতামূলক মাস্ক ,হ্যান্ডসেনিটাইজার দিয়ে হাত ধোয়া, লিফলেট, সাবান বিতরণ ও করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট