চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে ভেজালবিরোধী অভিযান,  ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২০ | ১০:৩২ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলায় ভেজালবিরোধী অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৩ মার্চ) বিকালে উপজেলার ব্রিজঘাটবাজার এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নোমান হোসেন এ অভিযান পরিচালনা করেন। এসময় খাদ্যে ভেজাল, অপরিস্কার পরিবেশ ও বাসি-পঁচা খাবার বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়।

মোহাম্মদ নোমান হোসেন জানান, ‘করোনাভাইরাসকে কেউ পুঁজি করে যাতে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে না পারে সে জন্য প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। এসময় খাদ্যে ভেজাল, অপরিস্কার পরিবেশ ও বাসি-পঁচা খাবার বিক্রির অভিযোগে  চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য করেনাভাইরাস সংক্রামন ঠেকাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও বারবার সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে বলছে চিকিৎসকরা।  সেই সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ,ওষুধ ও জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো ছাড়া বাকি সব প্রতিষ্ঠান আগামী ২৬ মার্চ  থেকে ৪ এপ্রিল পযর্ন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

 

 

 

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট