চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে ১১৬, মোট ৯৭৩ জন

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২০ | ১২:১৯ অপরাহ্ণ

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠান হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৯৭৩ জন। এ তথ্য নিশ্চিত করে আজ রবিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, শনিবার (২১ মার্চ) এয়ার এরাবিয়া ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে ১১৬ যাত্রী চট্টগ্রামে পৌঁছান। তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠান হয়েছে। এর আগে হোম কোয়ারেন্টাইনে পাঠান হয়েছিল ৮৫৭ জনকে।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ২৪ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই প্রবাসফেরত ব্যক্তিদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। যে দুজন মারা গেছেন তারা কেউ প্রবাসফেরত নন। তবে প্রবাসফেরতদের কারো না কারো মাধ্যমে সংক্রমিত হয়ে তারা মারা যান বলে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট