চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বান্দরবানে কোয়ারেন্টাইনে ৬ জন
বান্দরবানে কোয়ারেন্টাইনে ৬ জন

বান্দরবানে কোয়ারেন্টাইনে ৬ জন

বান্দরবান সংবাদদাতা

২১ মার্চ, ২০২০ | ২:০১ অপরাহ্ণ

বান্দরবান সদর হাসপাতালে এ নিয়ে মোট ৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিকভাবে ২০টি বেড কোয়ারান্টানের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বান্দরবানের সিভিল সার্জন ডা. অংশৈ মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শুক্রবার রাতে শহরের বালাঘাটা এলাকায় ইতালিফেরত এক নাগরিককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। সে ইতালি থেকে এসে কোয়ারেন্টাইনে না থেকে বাজারে ঘোরাফেরা করতে থাকায় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পড়ে থাকে সদর হাসপাতালে কোয়ারান্টানে রাখা হয়েছে।

এদিকে করোনাভাইরাস আতঙ্কে বান্দরবান শহর এখন প্রায় ফাঁকা। রাস্তাঘাট গুলোতে লোকজনদের উপস্থিতি খুবই কম। খুব বেশি প্রয়োজন না হলে লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। পর্যটক না থাকায় বান্দরবান ঢাকা সড়কে যাত্রীবাহী বেশ কয়কটি বাস বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে শহরের হোটেল-মোটেলগুলো রিসোর্ট বন্ধ রয়েছে। খালি পড়ে রয়েছে পর্যটন কেন্দ্রগুলো।

অপরদিকে বান্দরবানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। বিশেষ করে চাল এবং পেঁয়াজের দাম বাড়ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট