চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রতিদ্বন্দ্বিতা ভুলে পরস্পরকে মাস্ক পরালেন রেজাউল-শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২০ | ৬:৫২ অপরাহ্ণ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেন একে অপরকে মাস্ক পরিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছেন। মহামারী করোনাভাইরাসের কারণে বিভিন্ন মহল থেকে যেখানে নির্বাচন স্থগিতের দাবি উঠছে, সেখানে এই দুই মেয়র প্রার্থীর সম্প্রীতির এই দৃষ্টান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে নান্দনিক চট্টগ্রাম আয়োজিত ‘আমাদের নগর আমাদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন তারা। অনুষ্ঠান শেষে ডা. শাহাদাত মাস্ক নিয়ে রেজাউল করিম চৌধুরীর মুখে পরিয়ে দেন। এরপর রেজাউল করিম চৌধুরীও আরেকটি মাস্ক ডা. শাহাদাতকে পরিয়ে দেন।

আলোচনা শেষে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী চলে যাওয়ার সময় বঙ্গবন্ধু হলের ভেতরেই ডা. শাহাদাত হোসেন একটি মাস্ক পরিয়ে দেন জানিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু  বলেন, এর আগে ড্যাবের করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক কর্মসূচিতে বিতরণের জন্য মাস্কগুলো এনেছিলেন ডা. শাহাদাতের লোকজন। ঘটনার আকস্মিকতায় সবাই হাততালি দিয়ে ওঠেন। পরক্ষণেই রেজাউল করিম চৌধুরী বিএনপির প্রার্থীর মুখে আরেকটি মাস্ক পরিয়ে দেন।

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট