চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চকরিয়ায় হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

চকরিয়া সংবাদদাতা

১৯ মার্চ, ২০২০ | ৪:৩৫ অপরাহ্ণ

হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘোরাফেরা করার দায়ে এক মালয়েশিয়া প্রবাসীকে জরিমানা করেছে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে চকরিয়া পৌরসভার গ্রামীন সেন্টার এলাকার এক প্রবাসীকে এ জরিমানা করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ‘সম্প্রতি মালয়েশিয়া থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘোরাফেরা করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং তাকে পাহারা দেয়ার জন্য একজন আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, সম্প্রতি ইতালি, মালয়েশিয়া, কাতার, দুবাই থেকে আসা প্রায় ১১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কোন প্রবাসী দেশে এসে এলাকায় ঘোরাফেরা করছেন এরকম জানলে প্রশাসনকে জানানোর অনুরোধ জানিয়েছেন ইউএনও।

 

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট