চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দক্ষিণ কাট্টলীতে ছুরিকাঘাতে বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত
দক্ষিণ কাট্টলীতে ছুরিকাঘাতে বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত

নির্বাচনী সহিংসতা

দক্ষিণ কাট্টলীতে ছুরিকাঘাতে বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২০ | ২:৪৩ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে দশটার সময় সরাইপাড়া লোহারপুল এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ছুরিকাঘাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোরশেদ আক্তার চৌধুরী সমর্থক মো. আনোয়ার জাহিদ তানভীর (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত তানভীর কুমিল্লার দেবীরদার গ্রামের মৃত জাহেদ সরকারের ছেলে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোরশেদ অভিযোগ করে বলেন, ‘রাত সাড়ে দশটার দিকে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইলের অনুসারীরা আমার বাসায় ঢুকে তানভীরকে ছুরিকাঘাত করে হত্যা করে।’
এবিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল জানান, ‘নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে কাউন্সিলর মোরশেদের অনুসারীরা আমার কর্মীদের উপর হামলা চালায়। ওই হামলায় রনি ও রাজু নামে আমার দুই কর্মী আহত হয়। ওই ঘটনায় আর কেউ আহত আছে কিনা আমি জানি না। আমার কর্মীরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এদিকে এই ঘটনায় একজন আটক আছে বলে জানান সিএমপি’র উপ-কমিশনার ফারুক-উল-হক। তিনি বলেন, ‘সরাইপাড়ার কাউন্সিলরের বাড়ির সামনে হামলার শিকার হয়ে এক যুবক মারা যায়। আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মোরশেদ আকতার চৌধুরী নিহত যুবককে তার দলের কর্মী বলে দাবি করেন এবং আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল এর অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি তদন্তনাধীন।’
মেডিকেল সূত্র জানায়, আটক হওয়া যুবকের নাম মোশারফ হোসেন জনি (৩৩)। তিনি পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট