চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চসিক নির্বাচন স্থগিতের ‘গুজব’

প্রচার-প্রচারণায় সমাবেশ পরিহারের পরামর্শ ইসির

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২০ | ১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন স্থগিত করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে নগরজুড়ে। এই গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক প্রার্থী প্রচার-প্রচারণা থেকে ঘরে ফিরে আসেন। গুজবের ডালপালা আরও ছড়িয়ে পড়ে। নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরের পর থেকে নির্বাচন স্থগিতের গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিরা নির্বাচন কার্যালয়ে ফোন করে তা জানতে চেয়েছে। এদিকে, নির্বাচন কমিশন সচিবালয় থেকে জনস্বাস্থ্য নিরাপদ রেখে নির্বাচনী প্রচারণা পরিচালনার জন্য প্রার্থীদের কাছে অনুরোধ করেছেন। গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্বাচন কার্যালয়ে এই চিঠি প্রেরণ করেন। চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই করোনা সংক্রামিত দেশ থেকে ফেরত আসা কয়েকজন বাংলাদেশি নাগরিককে ঢাকায় নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন সুস্থ হয়ে গেছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন তফসিলভুক্ত নির্বাচনসমূহ বন্ধ করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়/বিভাগের পরামর্শ মতে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে জনস্বাস্থ্য নিরাপদ রাখার লক্ষ্যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সভা, সমাবেশ, জমায়েত ইত্যাদি যতদূর সম্ভব পরিহার করার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরামর্শ দেয়া হলো। এর পরিবর্তে ব্যক্তিগত যোগাযোগ বা আইনানুগ অন্য কোন পন্থা বা পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা করার জন্য তাদের অনুরোধ করা হলো। করোনা সংক্রামণ আক্রান্ত দেশ থেকে আগত কোন ভোটারকে নির্বাচন প্রচারণায় অংশ নিতে এবং ভোট কেন্দ্রে গমনে নিষেধাজ্ঞা জারি করা এবং তা কার্যকরী করার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হলো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট