চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মতবিনিময় সভায় আমীর খসরু

গণতন্ত্র ফিরিয়ে আনতে শাহাদাতের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২০ | ১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে আইনজীবীসহ সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের সকল স্থানীয় পরিষদ নির্বাচনকে আন্দোলন হিসেবে নিয়ে চসিক নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেছে। তাই যে কোন উপায়ে মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে বিজয় করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তরান্বিত করতে সর্ব শক্তি দিয়ে এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। তিনি মেহেদীবাগস্থ ডা. শাহাদাত হোসেনের মিডিয়া সেন্টারে চট্টগ্রাম জেলা আইনজীবীদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য মীর হেলাল, আইনজীবী নেতা এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, এডভোকেট এসএম বদরুল আনোয়ার, এডভোকেট মফিজুল হক ভুঁইয়া, এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, এডভোকেট এনামুল হক, এডভোকেট আব্দুস সাত্তার সারোয়ার, এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট এস ইউ নূরুল ইসলাম, এডভোকেট কাসেম চৌধুরী, এডভোকেট ফৌজুল আমীন চৌধুরী, এডভোকেট মেজবাহ উদ্দিন, এডভোকেট আজিজুল হক চৌধুরী, এডভোকেট সেলিম উদ্দিন শাহীন, এডভোকেট নেজাম উদ্দিন খান প্রমুখ।
এদিকে ডা, শাহাদাত হোসেনের নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির সদস্য ও ৪১ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে সমন্বয় সভা করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাতে নগরীর মেহেদীবাগস্থ তার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, মেয়র প্রার্থী ডা, শাহাদাত হোসেন, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক এমপি সারোয়ার জামাল নিজাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
ডা. শাহাদাত হোসেনের গণসংযোগ : বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, সারাবিশ্বে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এ ভাইরাসের প্রভাব দেখা যাচ্ছে। জনগণের মধ্যে এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ও আতঙ্ক দেখা দিয়েছে। তাই জনগণের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেয়া উচিত। বুধবার মোহরা এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ডা. শাহাদাত হোসেন হামিদচর শাহজীর মাজার জিয়ারত করে গণসংযোগ শুরু করেন। গণসংযোগটি এফআইডিসি রোড, চর রাঙামাটিয়া, কামাল বাজার, কাজিরহাট, মৌলভী বাজার হয়ে কবির টাওয়ারে এসে শেষ হয়। পরে কামাল বাজারের কর্ণফুলী টাওয়ারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন শাহাদাত হোসেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাবেক যুগ্ন সম্পাদক এরশাদ উল্লাহ, উত্তর জেলা এলডিপির সভাপতি নুরুল আলম, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুন রশিদ ভিপি, মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মোহরা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আজম, শরীফ উদ্দীন খান, মহিলা কাউন্সিলর প্রার্থী শাহনেওয়াজ চৌধুরী মিনু, ইদ্রিস মিয়া, মো. ইয়াছিন, জানে আলম জিকু, ইলিয়াছ চৌধুরী, মাসুদুল কবির রানা, মো. ফিরোজ খান, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মোশাররফ হোসেন, এমদাদুল হক বাদশা, জিয়াউর রহমান জিয়া, জাফর আহমেদ, ইকবাল চৌধুরী প্রমুখ।
ফিরিঙ্গিবাজারে আবদুল্লাহ আল নোমানের গণসংযোগ : বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে গণসংযোগ করেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাদেকুর রহমান রিপন ও মনোয়ারা বেগমের পক্ষে ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ হালিম, যুগ্ম-সম্পাদক কাজী বেলাল উদ্দীন, হামিদ হোসাইন, শেখ নুরুল্লাহ বাহার, জাকির হোসেন, আকতার খান, কাউন্সিলর প্রার্থী সাদেকুর রহমান রিপন, হাজী নুরুল হক, আমিনুর রহমান মিয়া, আবুল কাশেম সওদাগর, সোহেল উসমান মামুন, রবিউল সাজ্জাদ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট