চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রজেক্ট মায়ার স্বাস্থ্যবিষয়ক কর্মশালা

বিজ্ঞপ্তি

১৭ মার্চ, ২০২০ | ৯:০৯ অপরাহ্ণ

ইয়ুথ ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশনের অধীনে পরিচালিত ‘প্রজেক্ট মায়া’ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করার পাশাপাশি,তাদের স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা প্রদানসহ নানাবিধ কাজ সম্পাদন করে আসছে তরুণদের এই সংগঠন। সম্প্রতি মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সংগঠনটি কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত প্রজেক্ট মায়া স্কুল’র অর্ধশত শিক্ষার্থীদের নিয়ে সারা দিনব্যাপী হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ কর্মশালায় বাচ্চাদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং, সাধারণ চেকআপ, বিএমআই, দৃষ্টি ও শ্রবণশক্তি পরীক্ষা, ডেন্টাল চেকআপসহ নানাবিধ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়াও সকল শিক্ষার্থীদের মাঝে সাম্প্রতিক বৈশ্বিক মহামারী ঘোষিত ‘করোনা ভাইরাস’ সম্পর্কেও সচেতনতা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট