চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনাভাইরাস : টাঙ্গাইলে নির্দেশ অমান্য করায় অর্থদন্ড

১৮ মার্চ, ২০২০ | ৮:১৮ অপরাহ্ণ

মানিকগঞ্জ ও শরীয়তপুরের পর এবার টাঙ্গাইলে সিঙ্গাপুর থেকে আসা এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৮ মার্চ) সকালে হামিদুল ইসলাম নামে এই ব্যক্তিকে এই সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত হামিদুল জেলার সখীপুর উপজেলর কাকরাজান এলাকার সেলিম মিয়ার ছেলে। এর আগে মানিকগঞ্জে দুইজন ও শরীয়তপুরে দুইজনকে একই অপরাধে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সখীপুর থানার পরিদর্শক বদিউজ্জামানের কাছ থেকে জানা যায়, হামিদুল গত ৭ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন। তখন হাসপাতাল, উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হলেও হামিদুল তা না মেনে বুধবার সকালে জনসম্মুখে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে ভ্রম্যমাণ বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া হামিদুলকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট