চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামের চার হাসপাতালে হবে করোনার চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২০ | ৬:১৫ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম সিটি মেয়রকে প্রধান করে দশ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ১০ সদস্যের কমিটিতে আছেন কমিটিতে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে এই কমিটির প্রথম বৈঠক শেষে করোনা প্রতিরোধে নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানানো হয়।

সিটি মেয়র জানান, বর্তমানে চট্টগ্রামের চারটি হাসপাতালে বিশেষ ইউনিট চালু হয়েছে। উপজেলা পর্যায়ে সব স্বাস্থ্য কমপ্লেক্সেও ব্যবস্থা নেয়া হয়েছে। এর বাইরে চিকিৎসকরা যাতে সর্তকতামূলক ব্যবস্থায় থাকেন সেটিও দেখা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকে যারা আসছেন তারা যেন সঠিক কোয়ারেন্টিনে থাকে সেটিও তদারকি করা হচ্ছে। এজন্য নাগরিকদের সচেতনতাও জরুরী বলে মনে করেন তিনি। এজন্য কাল থেকে চট্টগ্রামে সচেতনতা বাড়ানোর কাজ শুরু করবে এই কমিটি। এছাড়া এই ভাইরাস সংক্রমণে সেবা সংস্থাগুলোর সমন্বয় করবে কমিটি। ইতোমধ্যে চট্টগ্রামে ৯০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে সভায় জানানো হয়।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট