চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২ বাংলাদেশি করোনায় আক্রান্ত

চট্টগ্রামে কোয়ারেন্টাইনে ওমরাফেরত ৬০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২০ | ১:০০ অপরাহ্ণ

করোনাভাইরাসের আশঙ্কায় চট্টগ্রামে ৬০ ওমরাফেরত যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর আগে কোয়ারেন্টাইনে ছিল ২১ জন। এ নিয়ে মোট ৯১ জনকে চট্টগ্রামে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গতকাল (১৭ মার্চ) সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত ৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর আগে চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে ছিল ৩১ জন।

সিভিল সার্জন বলেন,  নতুন করে যে ৬০ জন হোম কোয়ারেন্টাইনে আছেন, তাঁরা গতকাল রাতে সৌদি আরব থেকে ফিরেছে। ওমরা করতে তারা সেখানে গিয়েছিলেন। চট্টগ্রামে ইতালিফেরত প্রবাসী বেশি, তাই চট্টগ্রামকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে বলেও জানান সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট