চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অবশেষে সরে দাঁড়াচ্ছেন অধিকাংশ বিদ্রোহী

আ. লীগের কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে পারেন কাল

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২০ | ৩:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মোটামুটি বাগে আসছে। কাল বৃহস্পতিবার অধিকাংশ বিদ্রোহী একযোগে তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারেন। এনিয়ে নগর আওয়ামী লীগ দফায় দফায় বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার মুজিববর্ষের অনুষ্ঠানশেষে নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতারা মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে রুদ্ধদ্বার জরুরি বৈঠক করেন। নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অন্তত ৩০ জন ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত একাধিক নেতার সাথে আলাপকালে তারা জানান, সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে যারা দলের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন তারা নগর আওয়ামী লীগের নেতৃত্বে থাকা কোন না কোন নেতার অনুসারী। তাই তাদেরকে নিয়েই বার বার বৈঠক করে যার যার অনুসারীদের নিরস্ত করা হচ্ছে। এতে বেশ সফলতাও এসেছে। অধিকাংশ বিদ্রোহী মনোনয়ন প্রত্যাহার করতে রাজি হয়েছেন। তাই তারা প্রচারণাও বন্ধ করে দিয়েছেন। তবে তাদের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি আগামীকাল বৃহস্পতিবার একসাথে তালিকা তৈরি করে প্রকাশ করতে পারে চট্টগ্রামে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং সদস্য সচিব নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকালের জরুরি বৈঠকে মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, আইন সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, একাধিক আওয়ামী লীগ নেতা আলাপকালে পূর্বকোণকে জানান, তারা আশঙ্কা করছেন করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে। গতকাল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বক্তব্য শুনে তারা সেই আশঙ্কা করছেন। যদি নির্বাচন স্থগিত হয়ে যায় তাহলে বিদ্রোহী দমনের মাথা ব্যথা আপাতত আর থাকবে না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট