চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

গণসংযোগকালে মেয়র প্রার্থী রেজাউল করিম

চট্টগ্রামকে সমৃদ্ধ নগরীতে পরিণত করবো

১৮ মার্চ, ২০২০ | ৩:০২ পূর্বাহ্ণ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মুজিববর্ষের শুরুর দিনে বঙ্গবন্ধুর প্রাণের জনপদ চট্টগ্রামকে একটি সমৃদ্ধ নগরীতে পরিণত করতে আমার দৃঢ় শপথ। এ শপথ শুধু আমার ব্যক্তির নয়, সমগ্র চট্টগ্রামবাসীর। কেন না চট্টগ্রামকে একটি বিশ্বমানের আধুনিক নগরীতে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন তা এখন বাস্তবায়নের পথে। দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম নদীর তলদেশ দিয়ে সুড়ঙ্গপথ (টানেল) নির্মাণের ৫০ ভাগের বেশিও কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে চট্টগ্রাম চ্যানেলের নাব্যতা রক্ষা এবং কর্ণফুলী নদী দূষণের বিরুদ্ধে একটি মঙ্গলজনক দিকনির্দেশনা পাওয়া যাবে। তিনি গতকাল মঙ্গলবার ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ৮নং শুলকবহর ওয়ার্ড ও ১৬নং চকবাজার ওয়ার্ডে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় একথা গুলো বলেছেন। তিনি আরো বলেন, আমার বড় লক্ষ্য এ নগরীকে জলাবদ্ধতামুক্ত করার প্রয়াস অব্যাহত রাখা। নগরীর দখলকৃত খালগুলো পুনরুদ্ধার করতে সচেষ্ট উদ্যোগ নিব। চাক্তাই খালকে অতীত ঐতিহ্যে ফিরিয়ে আনবো। গণসংযোগে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কৃষি সম্পাদক আহমদুর রহমান সিদ্দিকী, ডা. শেখ শফিউল আজম, এটিএম পেয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, বখতেয়ার উদ্দীন খান, সাহাব উদ্দীন আহমদ, আনসারুল হক, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, আতিকুর রহমান,আবদুর রহমান, মোজাহেরুল ইসলাম চৌধুরী, শেখ সরওয়ার্দী, আবদুর রহিম, কেবিএম শাহজাহান, কাউন্সিলর প্রার্থী মোরশেদ আলম, মোবারক আলী প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট