চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
বান্দরবানে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

বান্দরবানে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

বান্দরবান সংবাদদাতা

১৭ মার্চ, ২০২০ | ১:২৬ অপরাহ্ণ

নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব পালিত হচ্ছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন প্রতিষ্ঠান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মকার্তা, জনপ্রতিনিধি পুষ্পমাল্য অর্পণ করেন।

এদিকে বান্দরবান জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া ম্যারাথন প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, স্টার পরিছন্নতা অভিযান সহ নানা আয়োজন ছিল দিবসটিতে। তবে করোনাভাইরাসের কারণে দিবসটিতে আরো নানা আয়োজন কাটছাঁট করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট