চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাইন বিস্ফোরণে রোহিঙ্গার মৃত্যু

উখিয়া সংবাদদাতা

১৬ মার্চ, ২০২০ | ৯:২১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার পার্শবর্তী নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু ঘটেছে। আজ সোমবার (১৬ মার্চ) সকালে সীমান্তের ৩৯-৪০ নাম্বার পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গার নাম মনির উল্লাহ (২৫)। সে ঘুমধুম শূন্য রেখার রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত কালা মিয়ার ছেলে।

জানা গেছে, তুমব্রু সীমান্তের শূন্য রেখায় আন্তর্জাতিক আইন অমান্য করে মিয়ানমার কর্তৃপক্ষ স্থল মাইন পুতে রাখায় সীমান্তের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে মৃত্যু হয় মনিরের।

রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মোহাম্মদ জানান, নিহত মনির উল্লাহ ঝুপড়ি করে কাজ করার জন্য বাঁশ সংগ্রহ করতে শূন্য রেখায় গিয়েছিল। ফেরার পথে স্থল মাইন বিস্ফোরণে সোমবার সকালে ঘটনাস্থলে সে মারা যায়। তার সঙ্গে থাকা অন্য রোহিঙ্গারা তার লাশটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। মাইনের আঘাতে মনির উল্লার হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ ব্যাপারে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিয়ানমার সীমান্ত রক্ষীদের পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা নিহত হয়েছে।

 

 

 

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট