চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধুর ২৭ ফুট উঁচু ভাস্কর্য তৈরি করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২০ | ৩:১৩ অপরাহ্ণ

বাঙালি জাতি বঙ্গবন্ধুর কাছে ঋণী জানিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মুজিব শতবর্ষ উদযাপন অনেক বড় সৌভাগ্যের বিষয়। বঙ্গবন্ধু জীবনে আপস করেননি। এ সময় নতুন প্রজন্মকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে পরিচিত করা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী প্রধান কার্যালয়ে আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু ভাস্কর্যের মাটির অনুকৃতি উন্মোচন অনুষ্ঠানে  এসব কথা বলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, পোর্ট কানেকটিং রোডে স্থাপনের জন্য বেইজসহ সাড়ে ২৭ ফুট উঁচু বঙ্গবন্ধুর ভাস্কর্যটি তৈরি করছে চসিক। ৪০ লাখ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ফেস বাই ফেস এটি ডেভলপ হবে। এক মাস সময় লাগবে। বিউটিফিকেশনসহ মোট ব্যয় হবে ৮৮ লাখ টাকা। এটি দেশের সবচেয়ে বড় ভাস্কর্য। ডায়েস তৈরি করে সাদা সিমেন্টে ঢালাই হবে।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, ভাস্কর্য শিল্পী চবি চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আতিকুল ইসলাম, শায়লা শারমিন, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন ।

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট