চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লামা

মুরুং পল্লীতে অজ্ঞাত রোগ আতঙ্ক

শিশুর মৃত্যু, ৮টি পরিবারের প্রায় ৭০ শিশু, নারী ও পুরুষ আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, লামা

১৬ মার্চ, ২০২০ | ২:২৩ পূর্বাহ্ণ

লামা উপজেলার সদর ইউনিয়নের দুর্গমে অবস্থিত পুরাতন লাইল্যা মুরুং পাড়ার ৮টি পরিবারের প্রায় ৭০ জন শিশু, নারী ও পুরুষ সবাই অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে গত শুক্রবার অজানা রোগে আক্রান্ত হয়ে দুতিয়া মুরুং (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাড়ার মেনহাত মুরুং এর ছেলে ও পাড়া প্রধান লাতুং কারবারির নাতি। পাড়ার সকলের মাঝে অজ্ঞাত এই রোগ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহামুদুল হকের সাথে কথা হয়। তিনি বলেন, আমাদের ধারণা এই রোগটি হাম হতে পারে। বছরের এই সময় হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা দ্রুত ওই পাড়ায় স্বাস্থ্য কর্মী পাঠাচ্ছি। তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে। আগামী ১৯ তারিখ হতে সমগ্র লামা উপজেলায় হাম রোগের টিকা দেয়া হবে। সহকারী মেডিকেল অফিসার ডা. মো. কাইছারকে প্রধান করে স্বাস্থ্য সহকারী ফিলিপ মুরুং ও মংএচিং মার্মাসহ তিন সদস্যের একটি মেডিকেল টিম রবিবার দুপুরে পাঠানো হয়েছে। পাড়ায় ব্যবসা করতে গিয়েছেন এমন একজন ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, রোববার দুপুরে এখানে দেখি পাড়ার প্রতিঘরে ৬/৭ জন লোক অসুস্থ হয়ে পড়ে আছে। দুর্গম এলাকা হওয়ায় এখানে কোন হাসপাতাল ও ডাক্তার নেই। আক্রান্ত সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। পাড়ার প্রায় সবাই অসুস্থ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট