চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে প্রচেষ্টা থাকবে : রেজাউল

পূর্বকোণ ডেস্ক

১৫ মার্চ, ২০২০ | ৪:৪৫ পূর্বাহ্ণ

মেয়র নির্বাচিত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে প্রচেষ্টা চালাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রচেষ্টা রয়েছে তা অর্থবহ করতে আমার প্রচেষ্টা থাকবে। চট্টগ্রামের উন্নয়নে ও নগরকে বিশ্বমানের একটি বাসযোগ্য জনবসতি হিসাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল শুভ উদ্যোগে আমি সহযোগী হবো। শনিবার (১৪ মার্চ) ৩৬নং গোসাইলডাঙ্গা, ৩৭নং মধ্যম হালিশহর ওয়ার্ডে গণসংযোগ শেষে পথসভায় বক্তব্যে এসব কথা বলেন রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, আনন্দের বিষয় এ বৃহত্তর চট্টগ্রামেই গভীর সমুদ্র বন্দর হতে যাচ্ছে। এটাও চট্টগ্রামবাসীর জন্য একটি বড় প্রাপ্য। এই প্রাপ্তিকে ধরে রাখতে নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। রেজাউল করিম চৌধুরী বলেন, মানবিক দায়বোধ থেকে আজকে যে একটি বৈশ্বিক করোনাভাইরাস যা মহামারী আকার ধারণ করেছে তা প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ ভাইরাসের কারণে বড় কোন সভা-সমাবেশ না করার জন্য ব্যক্তিগতভাবে আমি আহবান জানাবো।-বাংলানিউজ
রেজাউল করিম চৌধুরীর সঙ্গে গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ধর্ম সম্পাদক জহুর আহমদ, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নির্বাহী সদস্য ও বন্দর থানার সভাপতি নুরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, ৩৬নং ওয়ার্ডের ইসকান্দর মিয়া, সাইফুল আলম চৌধুরী, মোরশেদ আলী, নুর নবী লিটন, মো. ইদ্রিস, ৩৭নং ওয়ার্ডের হোসেন মুরাদ, আবদুল মান্নান।বাকলিয়ায় যুবলীগের প্রচারণা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে নগরের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড ও ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ করেন যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রচারণায় অংশ নেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ বদিউল আলম, নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, সদস্যসচিব মো. শহিদুল হক চৌধুরী রাসেলসহ যুবলীগের নেতাকর্মীরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট