চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গণসংযোগকালে ডা. শাহাদাত হোসেন

নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স কমানোর উদ্যোগ নিব

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২০ | ৪:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচিত হলে নগরবাসীর সাথে আলোচনা করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করবো। নগরবাসীর জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করবো। গতকাল শনিবার নগরীর ৩৬ নং গোসাইলডাঙ্গা ও ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে বারিক বিল্ডিং কালিবাড়ি জে আর কে স্কুলের সামনে থেকে গণসংযোগ শুরু করে আব্দুর রহমান শাহ মাজার লেইন, কেবি দোভাষ লেইন, টান্ডা মিয়া লেইন, ফকিরহাট রোড, পশ্চিম গোসাইলডাঙ্গা, ফকিরহাট বাজার, সিডিএ ৯ নং রোড, ৩ নং জেটি গেট, নীমতলা, আবদুল লতিফ সড়ক, খালপাড়, গফুর সওদাগর বাড়ি লেইন, পশ্চিম নিমতলা, আবু সৈয়দ সওদাগর বাড়ি লেইন, বিশ্ব রোড মোড়, বড় পুল শাপলা কমিউনিটি সেন্টার, ব্রীক ফিল্ড রোড, ছোট পুল, বেপারি পাড়া, বলির পাড়া, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, আবিদার পাড়া, শিশু পার্ক এলাকায় এসে শেষ হয়। এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, বর্ষা মৌসুম আসলে সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় বেশির ভাগ এলাকা। নগরবাসীর ভোটে নির্বাচিত হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করবো। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ভোটের দিন ভোটাররা যেন ভয়ভীতি ছাড়া কেন্দ্রে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে ইসিকে। ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী করতে সবাইকে ভ্যানগার্ডের ভূমিকায় অবতীর্ণ হতে হবে ।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিমুর রহমান, সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, ২৭ নং ওয়ার্ড কাউন্সীলর প্রার্থী মোহাম্মদ সেকান্দর, সহ মুক্তিযোদ্ধা সম্পাদক ফয়েজুল ইসলাম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান, নগর জাসাসের সভাপতি আবদুল মান্নান রানা, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী মো. হোসেন, নগর বিএনপির সদস্য জমির আহমেদ, মো. নাছির, আবু মুছা, এম এ সবুর, ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. হারুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার লিজা, ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সোহেল, সাধারণ সম্পাদক আবু সাহেদ হারুন, মন্জুর মিয়া, বন্দর থানা বিএনপির সহ সভাপতি মোঃ ইউসুফ, আবু জহুর, থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মো. হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, হাসান রুবেল, ওয়ার্ড বিএনপির সি. সহ সভাপতি শওকত মান্নান, কামাল উদ্দিন সর্দার, সাংগঠনিক সম্পাদক আক্তার সৈয়দ, মো. সাইফুল প্রমূখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট