চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনার কারণে মঙ্গলে প্রাণের চিহ্ন খোঁজার অভিযান পেছাল!

১৫ মার্চ, ২০২০ | ৩:০৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপের কারণে ইউরোপ এবং রাশিয়ার যৌথ মঙ্গল অভিযান পিছিয়ে গেল। এ অভিযানের মাধ্যমে প্রাচীন কালে মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা খুঁজে দেখর কথা ছিল। কিন্তু এখন ২০২২ সালের আগে আগে আর এ অভিযান শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই।
রক্তিম গ্রহ মঙ্গলে অভিমুখে এক্সমার্চ নামের এ অভিযান চলতি বছরের জুলাই বা আগস্ট মাসে শুরু হওয়ার কথা ছিল। ইউরোপ এবং রাশিয়ার যৌথ মঙ্গল অভিযান পিছিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রাচীনকালে মঙ্গলে কোনও প্রাণের অস্তিত্ব আছে কিনা তা খুঁজে দেখার জন্য বিশেষ যান ব্যবহার করা হবে। অভিযানের পাঠানোর আগে এ যানকে ব্যাপক ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। কোভিড-১৯ মহামারির প্রকোপ ঠেকাতে বড় ধরণের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে অযথা চলাচল।
ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইএসএ এবং রুশ রোসকমস যৌথ ভাবে এ যান তৈরি করেছে। করোনা সংক্রান্ত বাধা-নিষেধের ফলে ২০২০ সালের আগে এ সব প্রয়োজনীয় পরীক্ষা শেষ করা যাবে না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট