চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বেতনের টাকা চুরি করে পালানো সেই তুষার গ্রেপ্তার
বেতনের টাকা চুরি করে পালানো সেই তুষার গ্রেপ্তার

বেতনের টাকা চুরি করে পালানো সেই তুষার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৪ মার্চ, ২০২০ | ১:৪১ অপরাহ্ণ

জিহোং মেডিকেল প্রোডাক্ট বিডি লিমিটেডের শ্রমিকের বেতনের টাকা চুরি করে পালানো মো. তুষার মাহমুদ প্রকাশ রাসেলকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঢাকার মিরপুরে একটি হোটেলে আত্মগোপনে থাকা তুষার মাহমুদ প্রকাশ রাসেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। এসময় তার কাছ থেকে চুরি হওয়া ৬৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মো. তুষার মাহমুদ প্রকাশ রাসেল জিহোং মেডিক্যাল প্রোডাক্ট বিডি লিমিটেডের সহকারী স্টোর ইনচার্জ পদে কর্মরত ছিলেন। তিনি বরগুনা জেলার তালতলী এলাকার ছিদ্দিক পালোয়ানের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান বলেন, ১২ মার্চ ইপিজেড এলাকার জিহোং মেডিকেল প্রোডাক্ট বিডি লিমিটেডের শ্রমিকদের বেতনের টাকা চুরি হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তুষার মাহমুদ রাসেল। পরে ঢাকার মিরপুরে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে সেখানে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৬৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট