চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পাঠানটুলীতে নির্বাচনী প্রচারণায় দু’পক্ষের মারামারি, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২০ | ২:১১ পূর্বাহ্ণ

নগরীর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে বাংলাবাজার পেট্রোল পাম্প এলাকায় এঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
আহতরা হলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বাবুল দাশ তনয়, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল গনি রিপন, যুবলীগের সভাপতি হাজী আব্দুল মান্নান ও সেক্রেটারি আহমেদ আব্দুর রহিম। এদেরমধ্যে বাবুল দাশ তনয়ের অবস্থা আশংকাজনক। আহতরা সকলেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদেরের অনুসারী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচারণা ছিল ২৮ নম্বর ওয়ার্ড এলাকায়। বিকেলে রেজাউল করিমের গাড়ি বহর বাংলাবাজার এলাকায় পৌঁছানোর পর গাড়ি বহরে ওঠেন আহতদের কয়েকজন। এসময় আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থীর নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের মধ্যে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।
আহত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা পূর্বকোণকে বলেন, মেয়র প্রার্থীর প্রচারণায় অংশ নিতে আমরা কয়েকজন বাংলাবাজার যাই। সেখানে গাড়ি বহরে উঠতে গেলে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হয়েছে। দুইজন চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন পূর্বকোণকে বলেন, ‘আহত অবস্থায় দু’জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে বাবুল দাশের মাথায় আর রিপনের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।’
২৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর বিষয়টি সত্য নয় উল্লেখ করে পূর্বকোণকে বলেন, ‘এমন কোন ঘটনাই ঘটেনি। বরং বহিরাগতরা এসে প্রচারণার গাড়িতে ওঠে পড়ে। তাদের নেমে যেতে বললে কথা কাটাকাটি হয়। তবে মারধরের কথাটি সত্য নয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট