চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চবিতে জনসমাগম নিষিদ্ধ

করোনা ভাইরাস সতর্কতা সিদ্ধান্ত হয়নি শাটল ট্রেন যাতায়াতে

নিজস্ব সংবাদদাতা, চবি

১৩ মার্চ, ২০২০ | ২:০১ পূর্বাহ্ণ

করোনা ভাইরাস সতর্কতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। তবে শহর থেকে শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র বাহন শাটল ট্রেনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। গতকাল বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের জন্য তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো বিশ্ববিদ্যালয়ে সব ধরনের র‌্যাগ ডে, নবীনবরণ, সভা-সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জনসমাবেশ ও জনসমাগম সংক্রান্ত কর্মসূচি বন্ধ থাকবে, ক্যাম্পাসের সব নালা-নর্দমা, বিভিন্ন হলের ক্যান্টিন, কমনরুম, ডাইনিং হল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ও প্রতিটি বিভাগ বা ইনস্টিটিউটে দিনের প্রথম ক্লাসের শুরুতে ৫ মিনিট করোনা ভাইরাস সংক্রান্ত ব্রিফিং দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম বলেন, ‘করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি সবাই নিজেদের স্বার্থে নিষেধাজ্ঞা মেনে চলবেন।’
এদিকে করোনা ভাইরাস ঠেকাতে গণজমায়েত এড়িয়ে চলতে বলা হলেও বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। বর্তমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছেন সাড়ে ২৭ হাজার। এর মধ্যে ৬০ শতাংশ শিক্ষার্থীই যাতায়াত করেন শাটল ট্রেনে। এ ট্রেনে বগি থাকে সাত থেকে আটটি। প্রতিটি বগিতেই গণজমায়েত হয় শতাধিক শিক্ষার্থীর।
এ ব্যাপারে প্রক্টর বলেন, ‘শিক্ষার্থীদের একমাত্র যাতাযাতের বাহন শাটল ট্রেন। যতদিন বিশ^বিদ্যালয় ওপেন থাকবে ততদিন শাটল ট্রেন বন্ধ রাখার উপায় কোনো নেই। তারপরও আমাদের পক্ষ থেকে বিকল্প কিছু করা যায় কিনা দেখবো।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট