চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মশা মারতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন শাহাদাত

পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগ

১৩ মার্চ, ২০২০ | ২:১৫ পূর্বাহ্ণ

মেয়র নির্বাচিত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও মশা নিধনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন। বিডিনিউজ
গতকাল বৃহস্পতিবার নগরীর ১৩নম্বর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগের সময় তিনি এ প্রতিশ্রুতি দেন। পেশায় চিকিৎসক শাহাদাত বলেন, ‘গতবছর চট্টগ্রামে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে গেলে একজন চিকিৎসক হিসেবে ক্লোরিন সলিউশন বানিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করেছিলাম। বাংলাদেশের জন্য এটা একটা উদাহরণ ছিল। ‘প্রতিটি জায়গায় ব্লিচিং পাউডারের সাথে পানি মিশ্রণ করে সারা চট্টগ্রাম শহরে ছিটিয়েছি। যেটা পরে সিটি কর্পোরেশন অনুসরণ করেছে।’ শাহাদাত বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে বিএনপি যেভাবে গণসচেতনতা তৈরি করেছে করোনাভাইরাস প্রতিরোধেও মানুষের মাঝে সচেতনতা তৈরি করছে। আমি মেয়র নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডেঙ্গু মশা এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।’ ভোট চাওয়ার পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণাও চালিয়েছেন দাবি করে তিনি বলেন, ‘দেশের বর্তমান তাপমাত্রায় করোনাভাইরাস তেমন প্রভাব ফেলবে না। তবুও আমাদের সচেতন থাকতে হবে।’ তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। চট্টগ্রামকে একটি স্বাস্থ্যসম্মত, নিরাপদ, সাম্য ও সম্প্রীতির শহরে পরিণত করতে চাই। ‘একটি আইটি প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট, আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শহর গড়ার জন্য নির্বাচনী মাঠে নেমেছি। মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে বিশ্বের অন্যতম পর্যটন
নগরী হিসেবে গড়ে তুলব।” শাহাদাত বলেন, “প্রতিটি কেন্দ্রে ভোটারদের ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের বিজয়ের মালা পরিয়ে দিতে। ‘আমি ২০ শতাংশ লোকের মেয়র হতে চাই না, ৮০ শতাংশ মানুষের মেয়র হতে চাই। সবাইকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করুন। জনগণের পবিত্র আমানত রক্ষার জন্য ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার নিশ্চিত করুন।” এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘চট্টগ্রামে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনে জয়ের জন্য মাঠে নেমেছে বিএনপি। বিএনপির নেতা-কর্মীরা সবাই ঐক্যবদ্ধ।’ প্রচারণায় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, চাকসু ভিপি নাজিম উদ্দিনসহ নগর বিএনপির নেতারা অংশ নেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট