চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কবুতরের খাঁচায় ৩৬ লাখ টাকার ইয়াবা

নিজস্ব সংবাদদাতা, টেকনাফ

১৩ মার্চ, ২০২০ | ২:২৫ পূর্বাহ্ণ

কবুতরের খাঁচার ভেতরে করে অভিনব কায়দায় পাচারের সময় ইয়াবাসহ এক কবুতর ব্যবসায়ীকে আটক করেছে চেকপোস্টে দায়িত্বরত বিজিবি। ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ‘১২ মার্চ সকাল ৮টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা হ্নীলা হতে পালংখালীগামী একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশিকালে এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের পর সাথে থাকা কবুতরের খাঁচার নীচে অভিনব কায়দায় ফিটিং করা ৬০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করে। যা গণনা করে ৩৬ লক্ষ টাকা মূল্যমানের ১২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় হ্নীলা নাটমোরা পাড়ার আব্দু শুক্কুরের পুত্র মুরগি ও কবুতর ব্যবসায়ী মো. আব্দুল খালেককে (২৭) মুঠোফোন ও নগদ ২৩ হাজার ৯০০ টাকাসহ আটক করে। ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’। উল্লেখ্য, কৌশল পরিবর্তন করে এখনো সক্রিয় মাদক কারবারী গরু-মহিষ, মোরগ-কবুতর ব্যবসায়ী, সিএনজি ও টমটম চালক আবার অনেকে দোকান মালিক সেজে সাধু হওয়ার ভান করে আছে বলে জানা গেছে। তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা দরকার বলে সচেতন মহল মনে করেন। বিশেষতঃ হ্নীলায় কতিপয় অসাধু ব্যক্তি পশু-পাখি ও হাঁস-মুরগি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার চালিয়ে আসছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট