চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ইতালি ফেরত ৭ জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২০ | ২:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ইতালি ফেরত ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সতর্কতা অবলম্বনের জন্য চারদিন আগে তাদের হোম (নিজ বাড়িতে) কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। গত রোববার (৮ মার্চ) তারা বাংলাদেশে আসেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, এখনও চট্টগ্রামের কোথাও করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়নি। তবে গত কয়েকদিনে ইতালি ফেরত সাতজন চট্টগ্রামে আসেন। তাদের কয়েকজন নিজ থেকে যোগাযোগ করেছেন। তারা এই ভাইরাসের বাহক কিনা তাই নিশ্চিত হতে তাদের হোম কোয়ারেন্টাইনে ১৫ দিনের জন্য থাকার কথা বলা হয়েছে। তাদের ফোন নম্বর রয়েছে আমাদের কাছে। তারাও আমাদের আপডেট জানাচ্ছেন। তাদের ফোন নম্বর সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দেয়া হয়েছে। তারা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। যদি কোনো উপসর্গ দেখা দেয় তারা আমাদের জানাবেন। তাহলে সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, চট্টগ্রামে এর আগে যে তিনজন এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন বলে ধারণা করা হয়েছিল তাদেরও পুনঃপরীক্ষায় ফল নেগেটিভ পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম কারাগারে কোয়ারেন্টাইনের জন্য আটটি সিট রাখা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট