চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইউপি সদস্যের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

উখিয়া সংবাদদাতা

১২ মার্চ, ২০২০ | ১০:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় ইউপি সদস্যের হস্তক্ষেপে এসএসসি পরিক্ষার্থী এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাসিন্দা শাহজাহান আলমের অপ্রাপ্তবয়স্ক মেয়ে সাদিয়া আক্তারকে বাল্যবিবাহ দিচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সরওয়ার কামাল বাদশা ও রত্নাপালংয়ের প্যানেল চেয়ারম্যান মোক্তার আহমদ স্থানীয়দের নিয়ে ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশা বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন এসএসসি পরিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের বিয়ের মেহেদী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে স্থানীয়দের নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন। তাঁদের দেখে অনেকে বাড়ি থেকে পালিয়ে যান। পরে মেয়েটির বাবার শাহজাহান আলম,মা শাহিনা আক্তার ও চাচা বাবুল আলমের কাছ থেকে ১৮ বছর আগে মেয়েকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
 
পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট