চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৭ দফা দাবিতে গার্মেন্টস কর্মীদের আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২০ | ১:৪১ অপরাহ্ণ

নগরীর প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছে চিটাগাং এশিয়ান এপারেলস লিমিটেড নামক একটি গার্মেন্টস কর্মীরা। আজ বুধবার (১১ মার্চ) সকাল থেকে সাত দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেন তারা।

৭ দফা দাবিগুলো হল- শ্রমিকদের উপর হামলা বন্ধ, অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, কারখানার শ্রমিকদের পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়া বন্ধ ও শ্রমিকদের উপর হামলাকারীদের বিচার।

এই বিষয়ে জানতে চাইলে গার্মেন্টসের জিএম (এডমিন) পূর্বকোণকে বলেন, একজন নারী গার্মেন্টস কর্মীকে নির্দিষ্ট সময়ের পরও কাজ করানোর অভিযোগ জানায় কয়েকজন শ্রমিক। পরে অভিযোগের সত্যতা যাচাই করলে দেখা যায়, ঘটনার দিন ওই নারী কর্মী গার্মেন্টস ছুটির আগেই বের হয়ে যান। তারপরও অভিযোগকারী শ্রমিকরা প্যাটার্ন মাস্টারসহ কয়েকজনকে মারধর করে। পরে গত রবিবার (৮ মার্চ) তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে কর্তৃপক্ষ। এই ঘটনার কারখানা সাময়িকভাবে দাবি করা হয়। আজ থেকে অনশনরত শ্রমিকদের প্রায়ই সকলেই গার্মেন্টসের কর্মী নন বলেও দাবি করেন তিনি।

অনশনরত শ্রমিকদের এই বিষয়ে একজনের সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট