চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

খুলে ফেলা হল প্রার্থীর অর্ধশত ব্যানার

কাউন্সিলর প্রার্থীর শোডাউন বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২০ | ৩:০৭ পূর্বাহ্ণ

সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবের হোসেনের শোডাউন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিএনপির মেয়র প্রার্থীর বড় সাইজের ব্যানারসহ অর্ধশতাধিক ব্যানার তুলে নেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবের হোসেনের বাড়ির সামনে বিপুল সংখ্যক লোকজন জড়ো করে শোডাউনের প্রস্তুতি নেয়। শোডাউন বন্ধ করে কাউন্সিলর প্রার্থীকে সতর্ক করা হয়েছে। কর্মী-সমর্থক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় আচরণবিধি মেনে নেওয়ার অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, টাইগার পাস মোড়ে আচরণবিধি না মেনে বড় পিক-আপ গাড়িতে মাইকযোগে শোডাউন করে প্রচারণা করছিলেন বিএনপির মেয়র প্রার্থী অনুসারীরা। এসময় পিক আপ গাড়িতে লাগানো ব্যবহৃত নির্বাচনী প্রতীক সংবলিত বিশাল সাইজের মোটা পলিথিনের ব্যানার (পিভিসি ব্যানার) জব্দ করা হয়েছে। মেয়র প্রার্থীর কর্মীদের সতর্ক করেছেন ম্যাজিস্ট্রেট। প্রতীক বরাদ্দের পর থেকে বিভিন্ন স্থানে মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং কর্মী-সমর্থকেরা প্রচার-প্রচারণা শুরু করে। অভিযানে আচরণবিধি পরিপন্থী দুই শতাধিক ব্যানার পোস্টার অপসারণ করা হয়। মেয়র ও কাউন্সিলর প্রার্থীর প্রতিনিধিদের আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়। গতকাল জেলা প্রশাসনের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনে মাঠে ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় ১৬, ২০, ৩২ নং ওয়ার্ড, মো. তৌহিদুল ইসলাম ১২, ২৩, ২৪ নং ওয়ার্ড, আশরাফুল হাসান ১৭, ১৮, ১৯ নং ওয়ার্ড, মাসুদ রানা ৩৩, ৩৪, ৩৫ নং ওয়ার্ড, গালিব চৌধুরী ৩৯, ৪০, ৪১ নং ওয়ার্ড, ওমর ফারুক ২৮, ২৯ ও ৩৬ নং ওয়ার্ড, আবু বকর সিদ্দিক ১, ২, ৩ নং ওয়ার্ড পরিদর্শন করেন। আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট