চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

এএফসি কাপের অভিষেক ম্যাচ আজ

জয়ে রাঙাতে চায় বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক

১১ মার্চ, ২০২০ | ১:৫৬ পূর্বাহ্ণ

মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে আজ এএফসি কাপে অভিষেক হচ্ছে বসুন্ধরা কিংসের। একই ম্যাচে ঢাকার মাঠে অভিষেক হচ্ছে আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার হার্নান বার্কোসেরও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩ টায় এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালদ্বীপের দুই জায়ান্ট। গত মৌসুমে দেশের শীর্ষ আসরে অভিষেক হয়েছিল বসুন্ধরা কিংসের। জিতেছিল তিনটি টুর্নামেন্টের দুটি। এবার মৌসুমের প্রথম আয়োজন ফেডারেশন কাপ জিতে আবারো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের পথে হাঁটছে তারা। তবে এবার প্রিমিয়ার লিগটা এখন পর্যন্ত ভালো কাটছে না তাদের। ৫ ম্যাচে একটি হেরেছে, একটি ড্র করেছে। এএফসি কাপে অভিষেকের আগের ম্যাচটাই তারা হেরে গেছে মোহামেডানের কাছে। তবে বসুন্ধরা কিংস এএফসি কাপ নিয়ে খুবই সিরিয়াস। যে কারণে, ক্লাবটি কলিন্দ্রেসের মতো একজন তারকা খেলোয়াড় থাকার পরও উড়িয়ে এনেছে আর্জেন্টিনা থেকে হার্নান বার্কোসকে। যিনি আর্জেন্টিনা জাতীয় দলেও খেলেছেন মেসির সতীর্থ হয়ে। বসুন্ধরা কিংস আর টিসি স্পোর্টসের মধ্যকার এ ম্যাচে সবার আকর্ষণ থাকবে বার্কোসের ওপর। প্রথম ম্যাচেই কি নজর কাড়বেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড? তবে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের চোখ কলিন্দ্রেসের দিকেই। পরীক্ষিত এ ফারোয়ার্ডকেই দলের গুরুত্বপূর্ণ হিসেবে ভাবছেন কোচ। এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজিত এই স্তরের প্রতিযোগিতায় এর আগে মোহামেডান, আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন খেলেছে। এবার তাদের কাতারে যোগ হচ্ছে বসুন্ধরা কিংসের নাম। অভিষেক আসরেই দলটি ভালো ফলাফল করতে চায়। বিশেষ করে ঘরের মাঠে অভিষেক ম্যাচটি জয়ে রাঙাতে চান দলের কোচ অস্কার ব্রুজোন, ‘আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। আমাদের ভালো দল। স্থানীয় ও বিদেশি ভলো মানের খেলোয়াড় আছেন। যদিও লিগে আমরা প্রত্যাশানুযায়ী ফলাফল পাচ্ছি না। এটা স্কোরিং সমস্যার জন্য হচ্ছে। তবে এএফসি কাপ অন্য একটি ক্ষেত্র। আমরা চেষ্টা করবো আন্তর্জাতিক এ অঙ্গনে ভালো ফলাফল করতে। বিশেষ করে অভিষেক ম্যাচটি অবশ্যই জিততে চাই।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট