চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রামুতে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড

কক্সবাজার সংবাদদাতা

১০ মার্চ, ২০২০ | ৬:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বলিপাড়ায় পাহাড় কাটার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলেন; বলিপাড়ার শহিদ ও কাইম্মারঘোনার আবদুল হালিম। ওই এলাকায় তারা ভূট্টো বাহিনীর নেতৃত্বে পাহাড় কাটছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১ টার দিকে রামুর ইউএনও অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের দুবছর করে সাজা দিয়েছে রামু ইউএনও এর ভ্রাম্যমাণ আদালত। রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, মিঠাছড়ি ইউনিয়নের বলিপাড়ায় দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করছে একটি চক্র। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিশাল পাহাড়গুলো সাবাড় করে দিচ্ছে চক্রটি। অভিযান চালিয়ে তাদের ধরাও যায় না। তারা খুব কৌশলী। সর্বশেষ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। পাহাড় কাটা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট