চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

করোনাভাইরাস: চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগের জরুরি সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২০ | ৪:২৪ অপরাহ্ণ

করোনা ভাইরাস মোকাবেলায় চট্টগ্রামে জরুরি সমন্বয় সভা করেছে স্বাস্থ্য বিভাগের সিনিয়র কর্মকর্তারা। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহসেন উদ্দিন আহমদ, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.হাসান শাহরিয়ার কবীর, বাংলাদেশ ইনস্টটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.অসীম কুমার নাথ, জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আব্দুল মান্নান ।

আজ মঙ্গলবার ( ১০ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের রুমে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.হাসান শাহরিয়ার কবীর বলেন, সারাদেশে হট লাইন নম্বর দেয়া আছে। তবে আশার বিষয় হচ্ছে এখন পর্যন্ত চট্টগ্রামে কোনো করোনা রোগী এবং সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। সবাই এখানে ফোন করে তথ্য নিতে পারেন। সচেতনতা ছাড়া প্রতিরোধের কিছু নেই। সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ও হাঁচি দিতে হবে। সভা সূত্র জানা যায়, করোনো ভাইরাস নিয়ে শঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি চট্টগ্রামে তৈরি হয়নি। সবাই সচেতন হয়ে চলাফেরা করতে হবে। যারা বিদেশ থেকে এসেছেন তারা ১৪ দিন একটি ঘরে থাকুন। সেলফ কোয়ারেন্টেইন সবচেয়ে ভালো পদ্ধতি। ইচ্ছেমত বের হয়ে চট্টগ্রামের মানুষকে বিপদে ফেলবেন না। যদি প্রয়োজন হয় তাহলে মাস্ক ব্যবহার করে বের হবেন।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট